পুঁজিবাজারের লেনদেন ২টা পর্যন্ত
- আপডেট: ১২:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১০৩৮৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ব্যাংকের সঙ্গে সমন্বয় করে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ আগস্ট) বন্ধ ছিল পুঁজিবাজারে লেনদেন। সোমবার (২ আগস্ট) দেশের পুঁজিবাজারে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হবে। শেষ হবে দুপুর ২টায়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির তথ্য মতে, ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে রোববার (১ আগস্ট) দেশের পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখা হয়। তবে সোমবার (২ আগস্ট) থেকে লেনদেন শুরু হবে। এদিন সকাল ১০টায় লেনদেন শুরু হবে। শেষ হবে দুপুর ২টায়। সঙ্গে ১৫ মিনিট করে ওপেনিং ও ক্লোজিং সেশন থাকবে।
এ বিষয়ে ডিএসইর পরিচালক রকিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, করোনার কঠোর বিধিনিষেধে সীমিত পরিসরে পুঁজিবাজারে লেনদেন চলবে। আগস্টের প্রথম সপ্তাহে সোম ও মঙ্গলবার লেনদেন হবে। এরপর বুধবার লেনদেন বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার একই নিয়মে লেনদেন হবে।
উল্লেখ্য, সর্বশেষ বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হয়।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- ১০ কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ!
- ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ইসলামী ব্যাংক
- সূচকের বড় উত্থানে লেনদেন
- বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু
- শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না একটিভ ফাইন
- এনআরবিসি ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন
- এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম লাইফের প্রিমিয়াম আয় কমেছে
- এমবিবিএল ও এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ


































