০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

পুঁজিবাজারে আসছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / ১০৬৩৬ বার দেখা হয়েছে

দেশের শেয়ারবাজারে আসতে যাচ্ছে বেসরকারি খাতের লাইফ  বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এরইমধ্যে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র কাছে এ সংক্রান্ত আবেদন করেছে কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা যায়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা তুলতে চায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এক্ষেত্রে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১.৫ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে।

২০১৩ সালের জুলাইয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বাংলাদেশের লাইফ  বীমা খাতে ব্যবসা করার অনুমোদন দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অনুমোদনের পর একই বছরের আগস্ট থেকে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে জেনিথ ইসলামী লাইফ।

কোম্পানির প্রসপেক্টাস অনুসারে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জেনিথ ইসলামী লাইফ ২৮ কোটি ৩৪ লাখ টাকা নিট প্রিমিয়াম সংগ্রহ করেছে; যা আগের বছরে ছিল ৩০ কোটি ৩২ লাখ টাকা। ২০২৩ সালে কোম্পানিটির লাইফ ফান্ড ছিল ১৭ কোটি ৭৬ লাখ টাকা, যা এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

আরও পড়ুন: ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ৪ কোম্পানি

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিনিয়োগ পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৭৬ লাখ টাকা, যা এক বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেশি। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা।

এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, কয়েক বছর আগেই আমরা শেয়ারবাজারে যাওয়ার পরিকল্পনা করেছি। তবে কোভিড-১৯ এর কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে এরইমধ্যে কোম্পানি আইপিওর জন্য কমিশনের নির্ধারিত শর্তাদি পূর্ণ করেছে এবং পুঁজিবাজারে প্রবেশের মাধ্যমে সর্বোচ্চ কমপ্লায়েন্স অর্জনের জন্য প্রস্তুত।

খুব শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সকল কার্যক্রম সম্পন্ন হবে এবং এটি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেডের আর্থিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন  বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পুঁজিবাজারে আসছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

আপডেট: ০৫:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

দেশের শেয়ারবাজারে আসতে যাচ্ছে বেসরকারি খাতের লাইফ  বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এরইমধ্যে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র কাছে এ সংক্রান্ত আবেদন করেছে কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা যায়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা তুলতে চায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এক্ষেত্রে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১.৫ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে।

২০১৩ সালের জুলাইয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বাংলাদেশের লাইফ  বীমা খাতে ব্যবসা করার অনুমোদন দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অনুমোদনের পর একই বছরের আগস্ট থেকে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে জেনিথ ইসলামী লাইফ।

কোম্পানির প্রসপেক্টাস অনুসারে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জেনিথ ইসলামী লাইফ ২৮ কোটি ৩৪ লাখ টাকা নিট প্রিমিয়াম সংগ্রহ করেছে; যা আগের বছরে ছিল ৩০ কোটি ৩২ লাখ টাকা। ২০২৩ সালে কোম্পানিটির লাইফ ফান্ড ছিল ১৭ কোটি ৭৬ লাখ টাকা, যা এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

আরও পড়ুন: ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ৪ কোম্পানি

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিনিয়োগ পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৭৬ লাখ টাকা, যা এক বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেশি। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা।

এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, কয়েক বছর আগেই আমরা শেয়ারবাজারে যাওয়ার পরিকল্পনা করেছি। তবে কোভিড-১৯ এর কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে এরইমধ্যে কোম্পানি আইপিওর জন্য কমিশনের নির্ধারিত শর্তাদি পূর্ণ করেছে এবং পুঁজিবাজারে প্রবেশের মাধ্যমে সর্বোচ্চ কমপ্লায়েন্স অর্জনের জন্য প্রস্তুত।

খুব শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সকল কার্যক্রম সম্পন্ন হবে এবং এটি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেডের আর্থিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন  বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান।

ঢাকা/এসএইচ