পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন

- আপডেট: ০৬:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১০৪৪৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (৩১ মে) প্রধান মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে ২২২ কোটি টাকা। যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৯৮ কোটি ৬৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৭৬ কোটি ১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২২২ কোটি ৬৪ লাখ টাকা। লেনদেন শুধু আগের কার্যদিবসের তুলনায় বাড়েনি, এখনো পর্যন্ত এটি চলতি বছরের এক দিনে সর্বোচ্চ লেনদেন।
আজ ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির বা ১৭.৭ শতাংশ, কমেছে ১১৫টির বা ৩১.৮ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির বা ৫০.৬ শতাংশ কোম্পানিরি।
আরও পড়ুন: এনভয় টেক্সটাইলের এজিএম স্থগিত
অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১৪ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৩ কোটি ৫৯ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ১৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২২৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির দর বেড়েছে, কমেছে ৭৩টির এবং ৯৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএ