পুঁজিবাজারে যুক্ত হচ্ছে ১৫ সরকারি ও বহুজাতিক কোম্পানি

- আপডেট: ১১:২৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ১০৬৭১ বার দেখা হয়েছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের উল্লেখযোগ্য শেয়ার রয়েছে এমন ১৫টি রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্তির জন্য চিহ্নিত করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার, সিনোভিয়া ফার্মা পিএলসি (সাবেক সানোফি বাংলাদেশ), নোভারটিস বাংলাদেশ, সিংজেনটা বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন, বিআর পাওয়ারজেন, সিলেট গ্যাস ফিল্ডস, বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কর্ণফুলী গ্যাস, সাধারণ বীমা করপোরেশন এবং জীবন বীমা করপোরেশন।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন শিল্পসচিব এম ওবায়দুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব নাজমা মোবারেক এবং বিএসইসি চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ।
আরও পড়ুন: যে কারণে পুঁজিবাজার বন্ধ থাকবে মঙ্গলবার
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এসব কোম্পানির তালিকাভুক্তির মাধ্যমে সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহি বাড়বে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। পাশাপাশি সরকারের হাতে থাকা শেয়ারের প্রকৃত মূল্য নির্ধারণেও সহায়ক হবে এই উদ্যোগ। কোম্পানিগুলোর অনেকেরই বিপুল পরিমাণ রিজার্ভ রয়েছে এবং তারা নতুন করে মূলধন সংগ্রহের প্রয়োজন বোধ করে না। এজন্য এসব কোম্পানিকে ডাইরেক্ট লিস্টিং পদ্ধতিতে বাজারে আনা হবে। এই প্রক্রিয়ায় নতুন শেয়ার ইস্যু না করে বিদ্যমান শেয়ার সরাসরি বাজারে বিক্রি করা হয়।
বর্তমানে দেশের পুঁজিবাজারে মোট ৩৯৭টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।
ঢাকা/এসএইচ