পুঁজিবাজার এখনো অস্থিতিশীল: টিআইবি

- আপডেট: ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ১০৬২৮ বার দেখা হয়েছে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ব বলেছে, দেশের শেয়ারবাজার এখনো অস্থিতিশীল। আজ সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে কর্তৃত্ববাদী সরকার পতনের পরবর্তী ও অন্তবর্তীকালীন সরকারের ১০০ দিনের ওপর টিআইবির বিশ্লেষণ ও পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দুর্নীতিবিরোধী সংস্থাটি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
টিআইবি জানিয়েছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারের উন্নয়নে যত উদ্যোগ নেওয়া হয়েছেম সবগুলো তারা পর্যবেক্ষণ করেছে। প্রকাশিত পর্যবেক্ষণে টিআইবি জানিয়েছে, দেশের শেয়ারবাজার এখনো অস্থিতিশীল।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের আস্থাহীনতাই পুঁজিবাজারের বড় সমস্যা–বিএসইসি কমিশনার
সংবাদ সম্মেলনে জানানো হয়, শেয়ারবাজার নিয়ে টিআইবি যেসব বিষয় পর্যবেক্ষণ করেছে সেগুলো হলো- বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পুনর্গঠন, শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে শেয়ারবাজার সংস্কারের সুপারিশের জন্য পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন, শেয়ারবাজারের দরপতনের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন, সালমান এফ রহমান ও এস আলমের শেয়ারবাজারে অনিয়মের তদন্তে কমিটি গঠন এবং মূলধনি মুনাফার কর হ্রাস করে ১৫ শতাংশ করা।
সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ, কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী একশ দিনে নিজেদের পর্যবেক্ষণের বিষয়গুলো জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
ঢাকা/এসএইচ