পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি ইউক্রেনের আহ্বান

- আপডেট: ০৪:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ১০৩৬৩ বার দেখা হয়েছে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বার) মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন। এই সফরের সময় পুতিনকে যেন গ্রেপ্তার করা হয় সে বিষয়ে মঙ্গোলিয়ার প্রতি ইউক্রেনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশ সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট যুদ্ধাপরাধের জন্য দায়ী। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সেখান থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন পুতিন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘আসনা’
আইসিসির মুখপাত্র বলেন, “মঙ্গোলিয়ার কর্মকর্তারা সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ। তবে তার মানে এই নয় যে, পুতিনকে গ্রেপ্তার করতেই হবে।”
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “মঙ্গোলিয়ার অংশীদারদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক বিদ্যমান। তারা এই সফর নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়।”
অপরদিকে আইসিসির মুখপাত্র ড. ফাদি এল আবদাল্লাহ বলেন, “অবশ্যই পুতিনের সফর ঘিরে সতর্কতার সঙ্গে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ইউক্রেনে আকস্মিক অভিযান চালায় রাশিয়া। দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ২০২৩ সালের মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে সন্দেহভাজনকে গ্রেফতারের ক্ষমতা নেই আইসিসির।
ঢাকা/এসএইচ