পুলিশ স্বাভাবিকভাবে কাজ শুরু করলে ফেরত যাবে সেনাবাহিনী: সেনা প্রধান

- আপডেট: ০৬:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ১০৪৩৭ বার দেখা হয়েছে
পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিকভাবে কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফ ও প্রশ্নের উত্তরে এ কথা বলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যাঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে। এ সময় তিনি সব সহিংসতা পরিহার করে জনগণের জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান। এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি ও কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন: তারুণ্যের স্বপ্নের নতুন বাংলাদেশ হোক বৈষম্যহীন: টিআইবি
সেনা প্রধান আরও বলেন, সংখ্যা লঘুদের একটা ইস্যু ছিল। আমি সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখলাম, সারা বাংলাদেশে ২০ জেলায় মাত্র ৩০টি মাইনোরিটি রিলেটেড সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশ লুটপাট ও ভাঙচুর। এগুলোর মধ্যে অধিকাংশই আবার পলিটিক্যাল র্যাভেল (রাজনৈতিক প্রতিহিংসা) এর কারণে এগুলো হয়েছে। তবে আশা করি এগুলো আবার নরমাল হয়ে উঠবে। আমি আশা করব রাজনৈতিক দলগুলো যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। আমি নিশ্চিত, তারা বুঝবে জনগণ এখন কী চায়। রাজনৈতিক দলগুলো যদি আমাদের সাহায্য করে। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
ঢাকা/এসএইচ