প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে ২৪ রোহিঙ্গা

- আপডেট: ০১:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১০৪৮৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে থেকে প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ২৪ জন রোহিঙ্গা। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম ধাপে ২৪ জন রোহিঙ্গা পুনর্বাসনের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
আরও পড়ুন: গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন
যুক্তরাষ্ট্র বছরে ৩০০ থেকে ৮০০ রোহিঙ্গা নেবে বলে গতকাল জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী।
ঢাকা/এসএ