০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

প্রথম নারী হিসেবে মেক্সিকোর প্রেসিডেন্ট হচ্ছেন ক্লডিয়া শিনবাউম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / ১০২৩৬ বার দেখা হয়েছে

ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। সদ্য সমাপ্ত নির্বাচনে নিরঙ্কুশ জয়ে প্রথম নারী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শিনবাউম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আগামী অক্টোবরের শুরুতে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি। সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক জয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শিনবাউম। মেক্সিকোর সরকারি নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে- মেক্সিকো সিটির ৬১ বছর বয়সী সাবেক এই মেয়র রোববারের নির্বাচনে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

শিনবাউম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গালভেজের চেয়ে ৩০ শতাংশ ভোট বেশি পেয়েছেন। আগামী ১ অক্টোবর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন তিনি।

আরও পড়ুন: জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

নির্বাচনে ক্লডিয়ার নারী প্রতিদ্বন্দ্বী গালভেজ ছাড়াও আরেক পুরুষ প্রতিদ্বন্দ্বী ছিলেন জর্জ আলভারেজ মায়েনেজ। ভোটে তৃতীয় হয়েছেন তিনি। সোমবার ভোটের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হতে পারে।

ক্লডিয়া শিনবাউম একজন সাবেক জ্বালানি বিজ্ঞানী। তিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াইয়ে অংশ নেন।

এদিকে শিনবাউম বর্তমান সরকারের বিভিন্ন নীতির ধারাবাহিকতার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, তিনি লোপেজ ওব্রাডোরের তৈরি ‘অগ্রগতির’ ওপর ভিত্তি করে দেশকে এগিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাবেন।

নিজের বিজয়ী ভাষণে তিনি ভোটারদের বলেন: ‘আমি আপনাদের হতাশ করব না।’

তার সমর্থকরা মেক্সিকো সিটির প্রধান চত্বরে জোকালোতে জয় উদযাপন করছে। সেখানে তাদের ‘ক্লডিয়া শিনবাউম, প্রেসিডেন্ট’ লেখা ব্যানার হাতে রাখতেও দেখা যায়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

প্রথম নারী হিসেবে মেক্সিকোর প্রেসিডেন্ট হচ্ছেন ক্লডিয়া শিনবাউম

আপডেট: ০৬:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। সদ্য সমাপ্ত নির্বাচনে নিরঙ্কুশ জয়ে প্রথম নারী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শিনবাউম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আগামী অক্টোবরের শুরুতে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি। সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক জয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শিনবাউম। মেক্সিকোর সরকারি নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে- মেক্সিকো সিটির ৬১ বছর বয়সী সাবেক এই মেয়র রোববারের নির্বাচনে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

শিনবাউম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গালভেজের চেয়ে ৩০ শতাংশ ভোট বেশি পেয়েছেন। আগামী ১ অক্টোবর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন তিনি।

আরও পড়ুন: জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

নির্বাচনে ক্লডিয়ার নারী প্রতিদ্বন্দ্বী গালভেজ ছাড়াও আরেক পুরুষ প্রতিদ্বন্দ্বী ছিলেন জর্জ আলভারেজ মায়েনেজ। ভোটে তৃতীয় হয়েছেন তিনি। সোমবার ভোটের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হতে পারে।

ক্লডিয়া শিনবাউম একজন সাবেক জ্বালানি বিজ্ঞানী। তিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াইয়ে অংশ নেন।

এদিকে শিনবাউম বর্তমান সরকারের বিভিন্ন নীতির ধারাবাহিকতার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, তিনি লোপেজ ওব্রাডোরের তৈরি ‘অগ্রগতির’ ওপর ভিত্তি করে দেশকে এগিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাবেন।

নিজের বিজয়ী ভাষণে তিনি ভোটারদের বলেন: ‘আমি আপনাদের হতাশ করব না।’

তার সমর্থকরা মেক্সিকো সিটির প্রধান চত্বরে জোকালোতে জয় উদযাপন করছে। সেখানে তাদের ‘ক্লডিয়া শিনবাউম, প্রেসিডেন্ট’ লেখা ব্যানার হাতে রাখতেও দেখা যায়।

ঢাকা/এসএইচ