১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

প্রশিক্ষণে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ১০৫৩৪ বার দেখা হয়েছে

বিশ্বের বিভিন্ন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসারদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার মো. আলী আকবর। এর আগে বিএসইসি থেকে পরিচালক এবং অতিরিক্ত পরিচালক এই ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অস্থিরতা এবং আস্থা সংকটে ভুগছে। রাশেদ মাকসুদ কমিশনের কোনো পদক্ষেপে সুফল মিলছে না। এরই মধ্যে প্রধান পুঁজিবাজারের প্রধান সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।

সূত্র জানায়, বিশ্বের সকল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউ.এস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে আগামী ৫ মে থেকে ৯ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসিতে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএসইসি থেকে অংশ গ্রহণের জন্যও আমন্ত্রণ করা হয়েছে।

এছাড়াও, এই অনুষ্ঠান শেষে ১২ থেকে ১৫ মে আইএসকো ৫০তম বার্ষিক সভায় অংশ নিতে কাতার ভ্রমণ করবেন তাঁরা। জানা গেছে, বিএসইসির চিঠির ভিত্তিতে গত ২০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কমিশনের চেয়ারম্যানের এসব সফরের জন্য ১১ দিনের ছুটি প্রদান করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব এম এম আশিক রেজা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ০৫ মে থেকে ০৯ মে ‘৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এবং পরবর্তিতে ১২ মে থেকে ১৫ মে কাতারের দোহায় আইএসকো ৫০তম বার্ষিক সভায় অংম নিতে মোট ১১ দিনের ছুটির প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।

এই ভ্রমণের সময় তিনি কর্তব্যরত হিসেবে বিবেচিত হবেন, তিনি স্থানীয় মুদ্রায় সমস্ত বেতন এবং ভাতা পাবেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভ্রমণ সম্পর্কিত সমস্ত ব্যয় বহন করবে, এবং তিনি নির্ধারিত সময়ের বেশি বিদেশে থাকতে পারবেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আরও  পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে বিডিকম অনলাইন

এর আগে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার মো. আলী আকবরের ভ্রমণের জন্য প্রশাসনিক অনুমোদন চেয়ে গত ২৭ মার্চ বিএসইসি থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএসইসি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

প্রশিক্ষণে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান

আপডেট: ০২:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

বিশ্বের বিভিন্ন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসারদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার মো. আলী আকবর। এর আগে বিএসইসি থেকে পরিচালক এবং অতিরিক্ত পরিচালক এই ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অস্থিরতা এবং আস্থা সংকটে ভুগছে। রাশেদ মাকসুদ কমিশনের কোনো পদক্ষেপে সুফল মিলছে না। এরই মধ্যে প্রধান পুঁজিবাজারের প্রধান সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।

সূত্র জানায়, বিশ্বের সকল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউ.এস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে আগামী ৫ মে থেকে ৯ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসিতে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএসইসি থেকে অংশ গ্রহণের জন্যও আমন্ত্রণ করা হয়েছে।

এছাড়াও, এই অনুষ্ঠান শেষে ১২ থেকে ১৫ মে আইএসকো ৫০তম বার্ষিক সভায় অংশ নিতে কাতার ভ্রমণ করবেন তাঁরা। জানা গেছে, বিএসইসির চিঠির ভিত্তিতে গত ২০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কমিশনের চেয়ারম্যানের এসব সফরের জন্য ১১ দিনের ছুটি প্রদান করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব এম এম আশিক রেজা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ০৫ মে থেকে ০৯ মে ‘৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এবং পরবর্তিতে ১২ মে থেকে ১৫ মে কাতারের দোহায় আইএসকো ৫০তম বার্ষিক সভায় অংম নিতে মোট ১১ দিনের ছুটির প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।

এই ভ্রমণের সময় তিনি কর্তব্যরত হিসেবে বিবেচিত হবেন, তিনি স্থানীয় মুদ্রায় সমস্ত বেতন এবং ভাতা পাবেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভ্রমণ সম্পর্কিত সমস্ত ব্যয় বহন করবে, এবং তিনি নির্ধারিত সময়ের বেশি বিদেশে থাকতে পারবেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আরও  পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে বিডিকম অনলাইন

এর আগে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার মো. আলী আকবরের ভ্রমণের জন্য প্রশাসনিক অনুমোদন চেয়ে গত ২৭ মার্চ বিএসইসি থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএসইসি।

ঢাকা/টিএ