প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের নো ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ১১:০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ১০৩৫৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য প্রতিষ্ঠানটি ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৭৭ পয়সা।
আরও পড়ুন: ডিভিডেন্ড দেবে না আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড
এছাড়া, গত ৩০ জুন,২০২৫ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৮২ পয়সা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৭ আগস্ট।
ঢাকা/এসএইচ