০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ রাতে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / ১০২৯১ বার দেখা হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের চূড়ান্ত ফল আজ রাতে প্রকাশ করা হবে। বুধবার (১৫ মে) রাতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে ফল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তর সূত্র জানায়, দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার মধ্যে একটি জেলার মৌখিক পরীক্ষার ফল দেরিতে অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ কারণে চূড়ান্ত ফল তৈরিতে কিছুটা দেরি হয়।

আরও পড়ুন: ‘বিএনপির শাসনামলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে’

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, চূড়ান্ত ফল প্রস্তুতের কাজ শেষ করেছে বুয়েটের বিশেষজ্ঞ টিম। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আজ বুধবার প্রকাশ হবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ২০ হাজার ৬৪৭ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ রাতে

আপডেট: ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের চূড়ান্ত ফল আজ রাতে প্রকাশ করা হবে। বুধবার (১৫ মে) রাতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে ফল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তর সূত্র জানায়, দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার মধ্যে একটি জেলার মৌখিক পরীক্ষার ফল দেরিতে অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ কারণে চূড়ান্ত ফল তৈরিতে কিছুটা দেরি হয়।

আরও পড়ুন: ‘বিএনপির শাসনামলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে’

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, চূড়ান্ত ফল প্রস্তুতের কাজ শেষ করেছে বুয়েটের বিশেষজ্ঞ টিম। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আজ বুধবার প্রকাশ হবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ২০ হাজার ৬৪৭ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

ঢাকা/এসএইচ