১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

প্রিমিয়ার ব্যাংককে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার হুঁশিয়ারি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ১০৪১১ বার দেখা হয়েছে

একটি রুগ্ন পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য প্রণোদনার টাকা ছাড়করণের পর ‘লোন অ্যাডজাস্টমেন্ট’ এর নামে সেই টাকা আটকে রেখেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে প্রণোদনার অর্থ ছাড় করতে। এ অবস্থায় প্রণোদনার অর্থ সংশ্লিষ্ট কারখানাকে প্রদান করার জন্য প্রিমিয়ার ব্যাংকের প্রতি আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

শ্রম উপদেষ্টা বলেন, ঈদের আগে টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো নামে একটি কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার স্বার্থে বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনার টাকা ছাড় করার ব্যবস্থা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু প্রিমিয়ার ব্যাংক ‘লোন অ্যাডজাস্টমেন্ট’ এর নামে ওই টাকা ধরে রেখেছে।

তিনি বলেন, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বলবো, আপনি এই টাকাটা মুক্ত করুন। বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনার টাকা এসেছে, এখানে লোন অ্যাডজাস্ট করার কোনো নিয়ম নেই। এতদিন আপনি লোন দিয়েছেন, তখন ভাবেননি। এখন এটাকে শ্রমিকের টাকা হিসেবে দেখুন। যদি টাকা না দেন, তাহলে আপনার ও আমার অবস্থাও খারাপ হবে।

আরও পড়ুন: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

উপদেষ্টা সতর্ক করে বলেন, ব্যাংক, শাখা এবং ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যদি প্রিমিয়ার ব্যাংক টাকা না দেয়, তাহলে এটি সরকারের বিরুদ্ধে কাজ করার মতো হবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

প্রিমিয়ার ব্যাংককে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার হুঁশিয়ারি

আপডেট: ১০:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

একটি রুগ্ন পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য প্রণোদনার টাকা ছাড়করণের পর ‘লোন অ্যাডজাস্টমেন্ট’ এর নামে সেই টাকা আটকে রেখেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে প্রণোদনার অর্থ ছাড় করতে। এ অবস্থায় প্রণোদনার অর্থ সংশ্লিষ্ট কারখানাকে প্রদান করার জন্য প্রিমিয়ার ব্যাংকের প্রতি আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

শ্রম উপদেষ্টা বলেন, ঈদের আগে টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো নামে একটি কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার স্বার্থে বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনার টাকা ছাড় করার ব্যবস্থা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু প্রিমিয়ার ব্যাংক ‘লোন অ্যাডজাস্টমেন্ট’ এর নামে ওই টাকা ধরে রেখেছে।

তিনি বলেন, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বলবো, আপনি এই টাকাটা মুক্ত করুন। বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনার টাকা এসেছে, এখানে লোন অ্যাডজাস্ট করার কোনো নিয়ম নেই। এতদিন আপনি লোন দিয়েছেন, তখন ভাবেননি। এখন এটাকে শ্রমিকের টাকা হিসেবে দেখুন। যদি টাকা না দেন, তাহলে আপনার ও আমার অবস্থাও খারাপ হবে।

আরও পড়ুন: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

উপদেষ্টা সতর্ক করে বলেন, ব্যাংক, শাখা এবং ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যদি প্রিমিয়ার ব্যাংক টাকা না দেয়, তাহলে এটি সরকারের বিরুদ্ধে কাজ করার মতো হবে।

ঢাকা/টিএ