০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

‘ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ১০৩৫৭ বার দেখা হয়েছে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথ উদ্যোগে বিএসইসি’র কর্মকর্তাদের (সহকারী পরিচালক/সমমানের এবং পিও/সমমানের) জন্য ৩ দিনব্যাপী (১২-১৪ আগস্ট ২০২৫ তারিখ) “ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির আয়োজন করে ডিএসই ট্রেনিং একাডেমি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম, অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান, ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, মহাব্যবস্থাপক ও প্রধান আর্থিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ছামিউল ইসলাম এবং উপ-মহাব্যস্থাপক সৈয়দ আল-আমিন রহমান।

অনুষ্ঠানে বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম বলেন, পুঁজিবাজারের জন্য স্টক এক্সচেঞ্জ হলো মূল চালিকাশক্তি। এটি সিকিউরিটিজ লেনদেনের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম সরবরাহ করে। তিনি জানান, বিএসইসি নিজস্ব এবং এক্সচেঞ্জের নিয়ম-কানুন নিয়ে কাজ করে থাকে। “আমরা যে নিয়ম-কানুন বাস্তবায়ন করি, তা যদি বাস্তবে প্রয়োগ করে দেখি তবে আমাদের কাজ আরও সহজ হবে। তাই প্রশিক্ষণের প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শিখতে হবে,”—বলেন তিনি।

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, “এই কর্মশালায় যা কিছু জানার আছে, নির্দ্বিধায় প্রশ্ন করুন। আশা করি অর্জিত জ্ঞান আপনাদের কর্মক্ষেত্রে সহায়ক হবে।”

আরও পড়ুন: বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য: আনিসুজ্জামান চৌধুরী

প্রথম দিনে ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান পুঁজিবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি এবং বাজারের ভূমিকা ও কার্যাবলী নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে রেগুলেটরি ডিভিশন, মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন, কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশন, আইসিটি ডিভিশন এবং ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের প্রধানরা তাদের নিজ নিজ কার্যক্রম উপস্থাপন করেন।

শেষ দিনে প্রশিক্ষণার্থীরা ডিএসই’র বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান সৈয়দা জাকেরিন বখত নাসির, এনআরসি কমিটির সদস্য মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.), শাহনাজ সুলতানা, মো. শাকিল রিজভী, প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

‘ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট: ০৪:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথ উদ্যোগে বিএসইসি’র কর্মকর্তাদের (সহকারী পরিচালক/সমমানের এবং পিও/সমমানের) জন্য ৩ দিনব্যাপী (১২-১৪ আগস্ট ২০২৫ তারিখ) “ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির আয়োজন করে ডিএসই ট্রেনিং একাডেমি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম, অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান, ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, মহাব্যবস্থাপক ও প্রধান আর্থিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ছামিউল ইসলাম এবং উপ-মহাব্যস্থাপক সৈয়দ আল-আমিন রহমান।

অনুষ্ঠানে বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম বলেন, পুঁজিবাজারের জন্য স্টক এক্সচেঞ্জ হলো মূল চালিকাশক্তি। এটি সিকিউরিটিজ লেনদেনের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম সরবরাহ করে। তিনি জানান, বিএসইসি নিজস্ব এবং এক্সচেঞ্জের নিয়ম-কানুন নিয়ে কাজ করে থাকে। “আমরা যে নিয়ম-কানুন বাস্তবায়ন করি, তা যদি বাস্তবে প্রয়োগ করে দেখি তবে আমাদের কাজ আরও সহজ হবে। তাই প্রশিক্ষণের প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শিখতে হবে,”—বলেন তিনি।

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, “এই কর্মশালায় যা কিছু জানার আছে, নির্দ্বিধায় প্রশ্ন করুন। আশা করি অর্জিত জ্ঞান আপনাদের কর্মক্ষেত্রে সহায়ক হবে।”

আরও পড়ুন: বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য: আনিসুজ্জামান চৌধুরী

প্রথম দিনে ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান পুঁজিবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি এবং বাজারের ভূমিকা ও কার্যাবলী নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে রেগুলেটরি ডিভিশন, মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন, কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশন, আইসিটি ডিভিশন এবং ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের প্রধানরা তাদের নিজ নিজ কার্যক্রম উপস্থাপন করেন।

শেষ দিনে প্রশিক্ষণার্থীরা ডিএসই’র বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান সৈয়দা জাকেরিন বখত নাসির, এনআরসি কমিটির সদস্য মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.), শাহনাজ সুলতানা, মো. শাকিল রিজভী, প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান।

ঢাকা/এসএইচ