ফের বেক্সিমকো শ্রমিকদের মহাসড়কে অবরোধ

- আপডেট: ০১:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ১০৪০০ বার দেখা হয়েছে
আবারও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড় অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার সকাল থেকে চতুর্থ দিনের মতো গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকার চক্রবর্তী মোড়ে এ বিক্ষোভ শুরু করেন তারা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।
সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগত উল আলম বলেন, বেক্সিমকো শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
আরও পড়ুন: ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য
বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকরা জানান, বেতন পরিশোধ না করলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। যতদিন টাকা না পাব ততদিন বাসায় ফিরব না। আজকে নিয়ে চার দিন ধরে আন্দোলন করছি। কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি।
ঢাকা/এসএইচ