বঙ্গবন্ধুর প্রতিকৃৃতিতে শ্রদ্ধা জানিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট: ০১:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / ১০৪১৫ বার দেখা হয়েছে
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে (প্লাটিনাম জয়ন্তী) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বুধবার (৪ জানুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভবন প্রাঙ্গণে ছাত্রলীগের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আজ বিকাল ৩টায় ঢাবির টিএসসিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট চলছে
এছাড়া ৬ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ৫ থেকে ৮ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও সংগৃহীত রক্ত বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামধারণ করা সংগঠনটি আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে রয়েছে।
ঢাকা/এসএ