বঙ্গবন্ধুর সমাধিতে সোনালী ব্যাংকের চেয়ারম্যান-সিইওর শ্রদ্ধা

- আপডেট: ০৬:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৮৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের দ্বিতীয় মেয়াদে যোগদানপূর্বক শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ সময় তারা জাতির পিতাসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু এবং দেশের উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, কোম্পানি সেক্রেটারি ও জেনারেল ম্যানেজার তাওহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র, ডিজিএম মো. আরশাদ হোসেনসহ ফরিদপুর, গোপালগঞ্জ অঞ্চলের নির্বাহীবৃন্দ ও কর্মকর্তারা।
আরও পড়ুন: দায়িত্ব গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডি
ঢাকা/টিএ