বরগুনা জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ২

- আপডেট: ০২:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ১০৩৪৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবার হোসেন প্রিন্সকে গ্রেফতার করা হেয়ছে। সোমবার (৫ ডিসেম্বর) রাতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে ও তার আগের পৃথক দুটি নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যার পর বরগুনা জেলা বিএনপি কার্যালয়ের পাশ থেকে আকবর হোসেন প্রিন্সকে এবং রাতে কেজি স্কুল সড়ক থেকে ফয়জুল মালেক সজিবকে গ্রেফতার করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জান টিটু বলেন, ‘আমাদের দলীয় নেতাকর্মীদের দমন-পীড়নের অংশ হিসেবে পুলিশ গ্রেফতার শুরু করেছে। কী মামলায় কেন ছাত্রদল নেতাদের গ্রেফতার করা হয়েছে কিছুই জানি না। আমরা জেলা বিএনপি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’
আরও পড়ুন: বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, নাশকতার পৃথক দুটি মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
কী মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ‘নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে, এর বেশি কিছু বলতে পারছি না।’
ঢাকা/এসএ