০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বর্ণবাদের বিরুদ্ধে বাইডেনের কড়া বার্তা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ১০৪১৩ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘বর্ণবাদ শেষ করার সময় এসেছে। কালো মানুষদের জীবন যাতে এভাবে চলে না যায়, তা সুনিশ্চিত করতে হবে সরকারকে।’ সম্প্রতি ফ্লোরিডায় তিন কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মার্টিন লুথার কিং জুনিয়ারের ‘আই হ্যাভ অ্যা ড্রিম বক্তৃতার’ ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বাইডেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বর্ণবাদ যুক্তরাষ্ট্রের নতুন সমস্যা নয়। কৃষ্ণাঙ্গদের দাবি ও অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। তার দীর্ঘ ও তীব্র লড়াই যুক্তরাষ্ট্রের ইতিহাস বদলে দিয়েছিল। তার বিখ্যাত বক্তৃতা ‘আই হ্যাভ আ ড্রিম’ এর ৬০ বছর উদযাপন করা হয়েছে সোমবার (২৮ আগস্ট)। বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দুজনই উপস্থিত ছিলেন সেখানে। প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা। তিনি ভারতীয় বংশোদ্ভূতও বটে।

কমলা হ্যারিস এদিন বলেন, ‘যুক্তরাষ্ট্রে কালো ও সাদা মানুষের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। কিন্তু কেউ কেউ তফাৎ তৈরির চেষ্টা করছে। আমাদের দায়িত্ব তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই এই বিদ্বেষের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না।’

জো বাইডেন বলেন, ‘বর্ণবাদ ও বিদ্বেষমূলক আক্রমণ বন্ধ করার জন্য সরকার চরমতম ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছে। যাতে মূল থেকে এই ধরনের অপরাধকে উৎপাটিত করা যায়।’ বক্তৃতার পর হোয়াইট হাউসে মার্টিন লুথার কিং জুনিয়রের ছেলে-মেয়েদের সঙ্গে একান্তে বৈঠকও করেন বাইডেন ও হ্যারিস।

সম্প্রতি ফ্লোরিডায় একটি ২১ বছরের যুবক বন্দুক নিয়ে ডলার জেনারেল স্টোরের ভেতর ঢুকে পড়েন। শুধু কৃষ্ণাঙ্গদের দিকেই গুলি চালাতে থাকেন তিনি। ঘটনায় তিনজনের মৃত্যু হয়। এরপর নিজেকেও শেষ করে দেন তিনি। পুলিশ জানিয়েছে, ওই যুবক এর আগে হেট স্পিচও (জাতিগত বিদ্বেষের বার্তা) প্রচার করেছে।

আরও পড়ুন: কঙ্গোতে গির্জায় হামলায় নিহত ১৪

এর আগেও একাধিক এমন বঙ্গুক হামলার ঘটনা ঘটেছে। বর্ণবাদ নতুন করে মাথা চাড়া দিয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন লুথার কিংয়ের ছেলে বলেন, ‘বর্ণবাদের এক নতুন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বর্ণবাদের বিরুদ্ধে বাইডেনের কড়া বার্তা

আপডেট: ০১:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘বর্ণবাদ শেষ করার সময় এসেছে। কালো মানুষদের জীবন যাতে এভাবে চলে না যায়, তা সুনিশ্চিত করতে হবে সরকারকে।’ সম্প্রতি ফ্লোরিডায় তিন কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মার্টিন লুথার কিং জুনিয়ারের ‘আই হ্যাভ অ্যা ড্রিম বক্তৃতার’ ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বাইডেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বর্ণবাদ যুক্তরাষ্ট্রের নতুন সমস্যা নয়। কৃষ্ণাঙ্গদের দাবি ও অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। তার দীর্ঘ ও তীব্র লড়াই যুক্তরাষ্ট্রের ইতিহাস বদলে দিয়েছিল। তার বিখ্যাত বক্তৃতা ‘আই হ্যাভ আ ড্রিম’ এর ৬০ বছর উদযাপন করা হয়েছে সোমবার (২৮ আগস্ট)। বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দুজনই উপস্থিত ছিলেন সেখানে। প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা। তিনি ভারতীয় বংশোদ্ভূতও বটে।

কমলা হ্যারিস এদিন বলেন, ‘যুক্তরাষ্ট্রে কালো ও সাদা মানুষের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। কিন্তু কেউ কেউ তফাৎ তৈরির চেষ্টা করছে। আমাদের দায়িত্ব তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই এই বিদ্বেষের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না।’

জো বাইডেন বলেন, ‘বর্ণবাদ ও বিদ্বেষমূলক আক্রমণ বন্ধ করার জন্য সরকার চরমতম ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছে। যাতে মূল থেকে এই ধরনের অপরাধকে উৎপাটিত করা যায়।’ বক্তৃতার পর হোয়াইট হাউসে মার্টিন লুথার কিং জুনিয়রের ছেলে-মেয়েদের সঙ্গে একান্তে বৈঠকও করেন বাইডেন ও হ্যারিস।

সম্প্রতি ফ্লোরিডায় একটি ২১ বছরের যুবক বন্দুক নিয়ে ডলার জেনারেল স্টোরের ভেতর ঢুকে পড়েন। শুধু কৃষ্ণাঙ্গদের দিকেই গুলি চালাতে থাকেন তিনি। ঘটনায় তিনজনের মৃত্যু হয়। এরপর নিজেকেও শেষ করে দেন তিনি। পুলিশ জানিয়েছে, ওই যুবক এর আগে হেট স্পিচও (জাতিগত বিদ্বেষের বার্তা) প্রচার করেছে।

আরও পড়ুন: কঙ্গোতে গির্জায় হামলায় নিহত ১৪

এর আগেও একাধিক এমন বঙ্গুক হামলার ঘটনা ঘটেছে। বর্ণবাদ নতুন করে মাথা চাড়া দিয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন লুথার কিংয়ের ছেলে বলেন, ‘বর্ণবাদের এক নতুন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ঢাকা/এসএম