০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বলিউডে অভিষেক দেবের নায়িকার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / ১০৩৪৮ বার দেখা হয়েছে

টলিউড জয়ের পর এবার বলিউডে নাম লেখালেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। টলিউড সুপারস্টার দেবের হাত ধরে টলিউডে পা রাখেন এই অভিনেত্রী।

২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তারপর দেবের সঙ্গে অভিনয় করেছেন মোট ৫টি সিনেমায়।

বলিউডে অভিষেকের খবর ইনস্টাগ্রামে ভক্তদের নিজেই জানালেন রুক্মিণী। ছবির নাম ‘সনক’ক্যাপশনে জানিয়েছেন অভিনেত্রী। এতে রুক্মিণীর বিপরীতে দেখা যাবে অ্যাকশন স্টার বিদ্যুৎ জামওয়ালকে। রুক্ষিণী-বিদ্যুৎ ছাড়াও ছবিতে আরও রয়েছেন নেহা ধুপিয়া , চন্দন রায় সান্যালও।

বলিউডে অভিষেক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, আগে থেকে কিছু জানাতে চাইনি। খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ বিষয়টি জানে না। তিন-চার মাস আগে ওরা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমার কাজ দেখতে চেয়েছে। আমি একটা অডিও ক্লিপস পাঠাই। তারপর সবকিছু ফাইনাল হয়। 

রুক্মিণী অভিনীত ‘সনক’ সিনেমাটি প্রযোজনা করবেন বিপুল শাহ। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা এটি। চলতি বছরের মাঝের দিকে এ সিনেমার চিত্রায়ণ শুরুর কথা রয়েছে। সে অনুযায়ী প্রি-প্রডাকশনের কাজ করছে টিম ‘সনক’। সূত্র: ইন্ডিয়া টুডে

 

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বলিউডে অভিষেক দেবের নায়িকার

আপডেট: ০২:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১

টলিউড জয়ের পর এবার বলিউডে নাম লেখালেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। টলিউড সুপারস্টার দেবের হাত ধরে টলিউডে পা রাখেন এই অভিনেত্রী।

২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তারপর দেবের সঙ্গে অভিনয় করেছেন মোট ৫টি সিনেমায়।

বলিউডে অভিষেকের খবর ইনস্টাগ্রামে ভক্তদের নিজেই জানালেন রুক্মিণী। ছবির নাম ‘সনক’ক্যাপশনে জানিয়েছেন অভিনেত্রী। এতে রুক্মিণীর বিপরীতে দেখা যাবে অ্যাকশন স্টার বিদ্যুৎ জামওয়ালকে। রুক্ষিণী-বিদ্যুৎ ছাড়াও ছবিতে আরও রয়েছেন নেহা ধুপিয়া , চন্দন রায় সান্যালও।

বলিউডে অভিষেক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, আগে থেকে কিছু জানাতে চাইনি। খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ বিষয়টি জানে না। তিন-চার মাস আগে ওরা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমার কাজ দেখতে চেয়েছে। আমি একটা অডিও ক্লিপস পাঠাই। তারপর সবকিছু ফাইনাল হয়। 

রুক্মিণী অভিনীত ‘সনক’ সিনেমাটি প্রযোজনা করবেন বিপুল শাহ। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা এটি। চলতি বছরের মাঝের দিকে এ সিনেমার চিত্রায়ণ শুরুর কথা রয়েছে। সে অনুযায়ী প্রি-প্রডাকশনের কাজ করছে টিম ‘সনক’। সূত্র: ইন্ডিয়া টুডে