০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা থেকে রিটার্ন করেছে: অর্থ উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ১০৩৬৬ বার দেখা হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় ছিল। সেখান থেকে আমরা রিটার্ন করে চলে এসেছি। তিনি বলেন, বাইরের সবাই কি সবকিছু জেনে শুনে লেখেন। তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। তাছাড়া তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে আমাদের অর্থনীতিতে, বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না বাংলাদেশ সফর করে গিয়ে লিখেছেন বাংলাদেশ খাদের কিনারায় আছে, উনি কেন এটা বললেন বলে মনে হয়– এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, খাদের কিনারায় ছিল। এখন খাদের কিনারা থেকে আমরা রিটার্ন করে চলে এসেছি। উনারা কত কিছু লেখেন। বাইরের সবাই কি সবকিছু জেনে শুনে লেখেন। তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনীতির বিষয় তো আমি জানি ভেতরে কি হচ্ছে। এত হতাশ হওয়ার কোনো কারণ নেই।

এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এলডিসি ২০২৬ সালে একটা স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি নিয়েছি। স্মুথ মানে ধুম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে। আমরা এটা অলরেডি করছি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আসলে বাংলাদেশের দিকে অন্যান্য দেশ তাকিয়ে আছে। আমরা জানি বাংলাদেশের পারফরমেন্স ওভার অল সন্তোষজনক। ভুলত্রুটি আছে তার মধ্যেও। ইভেন… বলেছে তোমরা যদি করো অন্যান্য দেশ সাহস পাবে। আর আমাদের গৌরবটা একটু বাড়বে। হয়ত কিছু কিছু প্রিপারেশন লাগবে, আমরা প্রিপারেশনে যাচ্ছি।

আরও পড়ুন: ‘রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি দিয়েছেন এক করদাতা’

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে করা এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে আমাদের অর্থনীতিতে, বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না।

চট্টগ্রামে খালাসের জট কি কমেছে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, পণ্য খালাসের জট কমেছে।

সয়াবিন তেল ভাসছে– সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করলে সালেহউদ্দিন আহমেদ বলেন, সয়াবিন ভাসছে এটা আমাদের দৃষ্টিতে আসছে। ব্যবসায়ীরা অনেক সময় নানারকম ইসে যায়…। যাই হোক আমরা চেষ্টা করছি। যত বেশি চালাক হয়, আমাদের আরেকটু বেশি চালাক হয়ে কাজ করতে হবে।

কারো কোনো গাফিলতি আছে কি না, সে বিষয়টি কি আপনারা দেখবেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে কীভাবে করেছে খুঁজে দেখতে। তারা এটা ভালোভাবে ম্যানেজ করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা থেকে রিটার্ন করেছে: অর্থ উপদেষ্টা

আপডেট: ০২:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় ছিল। সেখান থেকে আমরা রিটার্ন করে চলে এসেছি। তিনি বলেন, বাইরের সবাই কি সবকিছু জেনে শুনে লেখেন। তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। তাছাড়া তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে আমাদের অর্থনীতিতে, বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না বাংলাদেশ সফর করে গিয়ে লিখেছেন বাংলাদেশ খাদের কিনারায় আছে, উনি কেন এটা বললেন বলে মনে হয়– এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, খাদের কিনারায় ছিল। এখন খাদের কিনারা থেকে আমরা রিটার্ন করে চলে এসেছি। উনারা কত কিছু লেখেন। বাইরের সবাই কি সবকিছু জেনে শুনে লেখেন। তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনীতির বিষয় তো আমি জানি ভেতরে কি হচ্ছে। এত হতাশ হওয়ার কোনো কারণ নেই।

এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এলডিসি ২০২৬ সালে একটা স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি নিয়েছি। স্মুথ মানে ধুম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে। আমরা এটা অলরেডি করছি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আসলে বাংলাদেশের দিকে অন্যান্য দেশ তাকিয়ে আছে। আমরা জানি বাংলাদেশের পারফরমেন্স ওভার অল সন্তোষজনক। ভুলত্রুটি আছে তার মধ্যেও। ইভেন… বলেছে তোমরা যদি করো অন্যান্য দেশ সাহস পাবে। আর আমাদের গৌরবটা একটু বাড়বে। হয়ত কিছু কিছু প্রিপারেশন লাগবে, আমরা প্রিপারেশনে যাচ্ছি।

আরও পড়ুন: ‘রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি দিয়েছেন এক করদাতা’

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে করা এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে আমাদের অর্থনীতিতে, বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না।

চট্টগ্রামে খালাসের জট কি কমেছে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, পণ্য খালাসের জট কমেছে।

সয়াবিন তেল ভাসছে– সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করলে সালেহউদ্দিন আহমেদ বলেন, সয়াবিন ভাসছে এটা আমাদের দৃষ্টিতে আসছে। ব্যবসায়ীরা অনেক সময় নানারকম ইসে যায়…। যাই হোক আমরা চেষ্টা করছি। যত বেশি চালাক হয়, আমাদের আরেকটু বেশি চালাক হয়ে কাজ করতে হবে।

কারো কোনো গাফিলতি আছে কি না, সে বিষয়টি কি আপনারা দেখবেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে কীভাবে করেছে খুঁজে দেখতে। তারা এটা ভালোভাবে ম্যানেজ করেছে।

ঢাকা/এসএইচ