বাংলাদেশে দারিদ্র্য কমেছে, কিন্তু অসমতা বেড়েছে: সেলিম জাহান

- আপডেট: ০৬:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১০৩৩৯ বার দেখা হয়েছে
অর্থনীতিবিদ, শিক্ষক ও লেখক ড. সেলিম জাহান বলেছেন, সুযোগের বৈষম্য থেকেই সমতার বৈষম্য তৈরি হয়। বিগত দশকে বাংলাদেশে দারিদ্র্য কমেছে কিন্তু অসমতা বেড়েছে। সোমবার (২৪ মার্চ) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) কার্যালয়ে ‘বাংলাদেশ: সমসাময়িক উন্নয়ন সমস্যা’ শীর্ষক একটি বইয়ের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ড. জাহান পূর্ববর্তী সরকারের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যানের হেরফের থেকে শুরু করে এলডিসি থেকে আসন্ন উত্তরণ পর্যন্ত বর্তমানে বাংলাদেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, একটা বিষাক্ত পুরুষতান্ত্রিক সমাজে আমরা আছি। ফলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।পাশাপাশি আন্ত প্রজন্ম বৈষম্য হচ্ছে। তাই আমাদের ভাবতে হবে যে, আমার পরিবেশকে বেশি ভোগ করছি কি না।
আরও পড়ুন: আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিডিপি প্রবৃদ্ধির ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার পাশাপাশি এর সুবিধাগুলোর অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায্য বণ্টন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন এই অর্থনীতিবিদ। এছাড়াও তিনি সমসাময়িক আর্থ-সামাজিক ও প্রশাসনিক বিষয়, ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা এবং সরকারকে ন্যায্য পুনর্বণ্টনমূলক নীতিমালার প্রতি আরও আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করেন। আলোচনার পরে বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিনের সঞ্চালনায় একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
ঢাকা/টিএ