বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদত্যাগ

- আপডেট: ০১:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ১০৪১৫ বার দেখা হয়েছে
শেখ হাসিনা সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন। আজ বুধবার (৭ আগস্ট) তিনি নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কাজী ছাইদুর রহমান ২০২০ সালের ২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন। ডেপুটি গভর্নর হিসেবে তিনি বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, ঋণ ব্যবস্থাপনা বিভাগ, দুটি ব্যাংকিং পরিদর্শন বিভাগ, মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি ও গ্রাহক পরিষেবা বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, মানবসম্পদ বিভাগ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করছেন।
ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে কাজী ছাইদুর রহমান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন ডিপার্টমেন্ট, গৃহায়ন তহবিলের দায়িত্বসহ বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদের সচিব পদের দায়িত্বে ছিলেন। নির্বাহী পরিচালক হিসেবে ইতোপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসসহ ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের তত্ত্বাবধানেও ছিলেন।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে হিসাববিজ্ঞানে বিকমসহ (অনার্স) এমকম ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে যোগদান করেন। এছাড়া মহাব্যবস্থাপক হিসেবে তিনি যথাক্রমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং নির্বাহী পরিচালক পদমর্যাদায় রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ ব্যাংকে অসাধারণ কৃতিত্বপূর্ণ ও সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০০৮’-এ স্বর্ণ পদক পান। তিনি ১৯৬৩ সালের ১ জানুয়ারি মাদারীপুর সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিন কন্যার জনক তিনি। তিনি একজন বিশিষ্ট ক্রীড়াবিদ।
ঢাকা/এসএইচ