বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

- আপডেট: ১০:০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১০৪৫৬ বার দেখা হয়েছে
লং টার্ম ফাইনান্সিং ফ্যাসিলিটির (বিবি-এলটিএফএফ) আওতায় ঋণ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: দুবাই থেকে পেঁয়াজ আমদানি করছে টিসিবি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, অতিরিক্ত পরিচালক (এফএসএসপিডি) ফিরোজ মাহমুদ ইসলাম, আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, করেসপনডেন্ট ব্যাংকিং, জয়েন্ট ভেঞ্চা র অ্যান্ড রেমিট্যান্স বিভাগের প্রধান মো. জুলফিকার আলী চাকদার প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা/কেএ