০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

বাজেটের দিন মূল্যস্ফীতি নিয়ে সুখবর দিলো বিবিএস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ১০৩০২ বার দেখা হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের দিন মূল্যস্ফীতি নিয়ে সুখবর দিলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটি জানায়, মে মাসে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ১২ শতাংশ।

আজ সোমবার (২ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া মে মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমন চিত্র দেখা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিবিএস জানায়, এপ্রিল মাসের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। যা মে মাসে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৫ শতাংশ। মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ। যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত খাতেও মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

বিবিএস আরও জানায়, এপ্রিল মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে আলু, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি ও মসলার দাম। বিবিএসের হিসাবে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবাখাতের মূল্যস্ফীতির হারও কমেছে।

আরও পড়ুন: নারী ও শিশু সহায়তায় বাজেটে ১২৫ কোটি টাকা বরাদ্দ

এদিকে বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছি। এর ফলে নীতি সুদের হার ১৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে এখন ১০ শতাংশে দাঁড়িয়েছে। মুদ্রানীতির আওতায় গৃহীত কার্যক্রমকে সহায়তা করতে সংকোচনমূলক রাজস্বনীতি অনুসরণ করা হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনায় সার্বিকভাবে সরকারি ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে। পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১০.৮৯ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০২৫ সালের এপ্রিল মাসে ৯ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে। আশার কথা হলো এবারের রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্মরণকালের মধ্যে সবচাইতে স্থিতিশীল ছিল। এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৮ শতাংশের কোঠায় নেমে আসবে। মূল্যস্ফীতির সাথে এ লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বাজেটের দিন মূল্যস্ফীতি নিয়ে সুখবর দিলো বিবিএস

আপডেট: ০৫:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের দিন মূল্যস্ফীতি নিয়ে সুখবর দিলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটি জানায়, মে মাসে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ১২ শতাংশ।

আজ সোমবার (২ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া মে মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমন চিত্র দেখা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিবিএস জানায়, এপ্রিল মাসের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। যা মে মাসে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৫ শতাংশ। মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ। যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত খাতেও মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

বিবিএস আরও জানায়, এপ্রিল মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে আলু, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি ও মসলার দাম। বিবিএসের হিসাবে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবাখাতের মূল্যস্ফীতির হারও কমেছে।

আরও পড়ুন: নারী ও শিশু সহায়তায় বাজেটে ১২৫ কোটি টাকা বরাদ্দ

এদিকে বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছি। এর ফলে নীতি সুদের হার ১৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে এখন ১০ শতাংশে দাঁড়িয়েছে। মুদ্রানীতির আওতায় গৃহীত কার্যক্রমকে সহায়তা করতে সংকোচনমূলক রাজস্বনীতি অনুসরণ করা হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনায় সার্বিকভাবে সরকারি ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে। পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১০.৮৯ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০২৫ সালের এপ্রিল মাসে ৯ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে। আশার কথা হলো এবারের রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্মরণকালের মধ্যে সবচাইতে স্থিতিশীল ছিল। এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৮ শতাংশের কোঠায় নেমে আসবে। মূল্যস্ফীতির সাথে এ লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে।

ঢাকা/এসএইচ