১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

বিএনপির সম্পর্কে কথা বলতেই আমার ঘৃণা হয়: তথমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৬৭ বার দেখা হয়েছে

বিএনপির অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তারা জনগণের স্বাভাবিক জীবন প্রতিহত করার জন্য গোপন অবরোধের ডাক দেয়। দেশের মানুষ তাদের ডাকে সাড়া না দিয়ে স্বাভাবিক কাজ করে যাচ্ছে।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তথ্যমন্ত্রী বলেন, গাজীপুরে রেল লাইন কেটে রাখা, গাড়িতে আগুন দেয়া এ কোন রাজনীতি। এ কোন গণতান্ত্রিক আন্দোলন, সন্ত্রাসী, জনবিরোধী কর্মকাণ্ড, এ ঘটনা হিংস্র হায়নাকেও হার মানিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিএনপির অনেককেই তো খুঁজে পাচ্ছেন না। বিএনপির নেতারা তো সবাই গুপ্ত স্থানে চলে গেছে। রুহুল কবীর রিজভীও গুপ্তস্থান থেকে নানা ধরনের বক্তব্য এবং অবরোধের ডাক দিচ্ছেন, গাড়ি-ঘোড়া পোড়ানোর জন্য। যে দলে গাড়ি-ঘোড়া পোড়ালে, মানুষ পুড়িয়ে হত্যা করলে রাজনৈতিক পদের প্রমোশন হয়, সেই দল সন্ত্রাসী সংগঠনের চেয়েও ভয়ংকর। এদের সম্পর্কে আমার কথা বলতেই ঘৃণা হয়।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ঢাকার দুই ফ্লাইট নামলো কলকাতায়

এসময় তিনি আরও বলেন, এর আগে জাতীয় পার্টি আমাদের সহযোগী হিসেবে কাজ করেছে। আজকের এই পরিস্থিতিতেও তারা আগের মতই সহযোগী হিসেবে কাজ করবে।

ঢাকা/কেএ

শেয়ার করুন

x

বিএনপির সম্পর্কে কথা বলতেই আমার ঘৃণা হয়: তথমন্ত্রী

আপডেট: ০২:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

বিএনপির অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তারা জনগণের স্বাভাবিক জীবন প্রতিহত করার জন্য গোপন অবরোধের ডাক দেয়। দেশের মানুষ তাদের ডাকে সাড়া না দিয়ে স্বাভাবিক কাজ করে যাচ্ছে।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তথ্যমন্ত্রী বলেন, গাজীপুরে রেল লাইন কেটে রাখা, গাড়িতে আগুন দেয়া এ কোন রাজনীতি। এ কোন গণতান্ত্রিক আন্দোলন, সন্ত্রাসী, জনবিরোধী কর্মকাণ্ড, এ ঘটনা হিংস্র হায়নাকেও হার মানিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিএনপির অনেককেই তো খুঁজে পাচ্ছেন না। বিএনপির নেতারা তো সবাই গুপ্ত স্থানে চলে গেছে। রুহুল কবীর রিজভীও গুপ্তস্থান থেকে নানা ধরনের বক্তব্য এবং অবরোধের ডাক দিচ্ছেন, গাড়ি-ঘোড়া পোড়ানোর জন্য। যে দলে গাড়ি-ঘোড়া পোড়ালে, মানুষ পুড়িয়ে হত্যা করলে রাজনৈতিক পদের প্রমোশন হয়, সেই দল সন্ত্রাসী সংগঠনের চেয়েও ভয়ংকর। এদের সম্পর্কে আমার কথা বলতেই ঘৃণা হয়।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ঢাকার দুই ফ্লাইট নামলো কলকাতায়

এসময় তিনি আরও বলেন, এর আগে জাতীয় পার্টি আমাদের সহযোগী হিসেবে কাজ করেছে। আজকের এই পরিস্থিতিতেও তারা আগের মতই সহযোগী হিসেবে কাজ করবে।

ঢাকা/কেএ