বিএম কনটেইনার ডিপোতে আবারও আগুন

- আপডেট: ০৪:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ১০৪৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে আবারও আগুন লেগেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টায় এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ডের কুমিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, সোয়া ৩টায় বিএম কনটেইনার ডিপোর ঝুট শেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘বিএম কনটেইনার ডিপোর ঝুট শেডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে পুলিশও ঘটনাস্থলে কাজ করছে।’
প্রসঙ্গত, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৫১ জনের লাশ উদ্ধার এবং দুই শতাধিক দগ্ধ ও আহত হন। আহতদের চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৬৩ জনের চোখ আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তাদের দীর্ঘদিন চিকিৎসা নিতে হতে পারে বলেও জানানো হয়। একটি ঘটনায় এত বিপুল সংখ্যক মানুষের চোখ আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আরও পড়ুন:
-
৯ শর্তে বিএম ডিপোকে রপ্তানি পণ্য ব্যবস্থাপনার অনুমতি
-
চট্টগ্রামে কনটেইনার ডিপোতে আগুন, নিহত ১৬, আহত দুই শতাধিক
-
বিএম ডিপো থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার
-
আরও ৪ কনটেইনারে রাসায়নিক আছে
ঢাকা/এসএ