বিএসইসি কমিশনারের শেয়ার ব্যবসায় সংশ্লিষ্টতার ব্যাখ্যা

- আপডেট: ০৪:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ১০৪৫০ বার দেখা হয়েছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসসি) কমিশনার মুঃ মোহসিন চৌধুরীর শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বিএসইসি এক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। বিএসইসির ব্যাখ্যা ও বক্তব্য হুবহু নিচে প্রকাশ করা হলো-
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
“সংবাদ প্রতিবেদনসমূহে বিএসইসির কমিশনার জনাব মুঃ মোহসিন চৌধুরী আইন লংঘন করে নিজনামে শেয়ার ব্যবসা করছেন বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএসইসির কমিশনার জনাব মুঃ মোহসিন চৌধুরী বিএসইসিতে যোগদানের পূর্বেই ২০২১ সালে ব্যক্তিগত বিনিয়োগের উদ্দেশ্যে উক্ত বিও অ্যাকাউন্টটি খুলেছিলেন। বিএসইসি’র চাকরিতে যোগদানের পর তিনি উক্ত বিও অ্যাকাউন্টে কোন শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় করেননি। গত ২০২৪ সালের জুন মাসে বিএসইসি’র চাকরিতে যোগদানের পর পরই তিনি উক্ত বিও অ্যাকাউন্টে থাকা সকল শেয়ার বিক্রয় করার এবং উক্ত অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্রোকারকে নির্দেশনা প্রদান করেছিলেন। নির্দেশনা অনুযায়ী অপরাপর সকল শেয়ার বিক্রয় করাহয়েছে কিন্তু ফ্লোর প্রাইস কার্যকর থাকার কারণেশুধু “BEXIMCO LIMITED”-এর শেয়ারসমূহ বিক্রি করা সম্ভব হয়নি এবং একারণে সিডিবিএল Bye-laws অনুযায়ী উক্ত বিও অ্যাকাউন্টটি বন্ধ করা সম্ভব হয়নি মর্মে সংশ্লিষ্ট ব্রোকার তাকে অবহিত করেছে। বর্তমানে উক্ত বিও অ্যাকাউন্টে “BEXIMCO LIMITED”-এর মোট ২২৩১টি শেয়ার রয়েছে যার বর্তমান বাজারমূল্য ২,৪৫,৬৩৩ টাকা। উল্লেখ্য, ১লা জানুয়ারি ২০২৫ তারিখ থেকে উল্লেখিত “জিরো ওয়ান লিমিটেড” ব্রোকারেজ হাউজটির সকল কার্যক্রমও বন্ধ হয়ে গেছে ।”
আরও পড়ুন: সিটি ব্রোকারেজের উদ্যোগে বিনিয়োগ বিষয় কর্মশালা
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অতএব, বিএসইসির কমিশনার জনাব মুঃ মোহসিন চৌধুরী শেয়ারব্যবসার সাথে জড়িত উল্লেখিত দাবিটি সত্য নয় এবং প্রকাশিত সংবাদ বাস্তব ভিত্তিক নয় বরং বিভ্রান্তিকর। সর্বোপরি প্রতিবেদনসমূহে যেসকল অভিযোগ ও সন্দেহপূর্ণ বক্তব্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণভাবে মনগড়া। এধরণের বিভ্রান্তিকর-অসত্য তথ্য ও,আপত্তিকর বক্তব্য সম্বলিত সংবাদের মাধ্যমে বিএসইসির কমিশনারজনাব মুঃ মোহসিন চৌধুরী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে সংবাদমাধ্যমসমূহ কর্তৃক পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে ত্রুটিপূর্ণ, বিভ্রান্তিকর ও একপেশে তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ বিএসইসি আশা করে না। ”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের বিপরীতে বিএসইসি’র ব্যাখ্যা আমলে নিয়ে পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে প্রকৃত সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিনীত অনুরোধ জানাচ্ছি।”
ঢাকা/এসএইচ