বিএসইসি চেয়ারম্যানের অপসারনের দাবিতে বিক্ষোভ কাল

- আপডেট: ০৭:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ১১৫৩৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত আছে। এতে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর পুঁজিবাজারে গতিশীলতা ফিরে আসার প্রত্যাশায় ফের সক্রিয় হন বিনিয়োগকারীরা। তবে, দীর্ঘ আট মাসেও তা দৃশ্যমান না হওয়া বিনিয়োগকারীরা ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অপসারনের দাবিতে এবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ মিছিল করবেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। এর আগে গত ২৩ এপ্রিল একই দাবিতে বাংলাদেশ ব্যাংক ও ডিএসইর সামনে বিক্ষোভ-মিছিল করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।
আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং
ঐক্য পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, পুঁজিবাজারে টানা দরপতনের কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে আগামীকাল ২টায় ডিএসই ভবনের সামনে ঐক্য পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সকল বিনিয়োগকারী ও অংশীজনকে এ বিক্ষোভ মিছিলের অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ঢাকা/টিএ