বিকেলে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

- আপডেট: ০৩:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১০৩২৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। গত ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখে অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।।
এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৩ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
পূরবীজেন ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৩ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
জাহিন স্পিনিং লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৩ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ঢাকা/এমটি