ওয়েবসাইটে ত্রুটি
বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহবান

- আপডেট: ১২:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১০৯২৯ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ফের বড় ত্রুটি দেখা দিয়েছে। ওয়েবসাইটিতে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখাচ্ছে। সূচকের লেখিচত্র বা গ্রাফ হালনাগাদ হচ্ছে না। তাই ওয়েবসাইট থেকে বাজারের প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না। বরং বাজারের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এই সূচক। আজ রোববার (১০ মার্চ) ডিএসইর সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর প্রথম দিকেই সব সূচকের পতন হয়েছে। সূচক স্বাভাবিক করতে ডিএসইর দক্ষ টিম কাজ করছে। এতে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহবান জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, অপারেশনাল ত্রুটির কারণে ডিএসইর সূচক অস্বাভাবিক পরিসংখ্যান দেখাচ্ছে। এর কারণে বিনিয়োগকারীদের আজকের সূচকগুলোকে উপেক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে এবং আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন: পিপলস লিজিংয়ের লেনদেন শুরু
সূচক স্বাভাবিক অবস্থানে ফিরে গেলেও ডিএসইর ওয়েবসাইটে মূল্যসূচক তিনটির সব তথ্য দেখানো হচ্ছে শূন্য। এদিকে সূচকের গ্রাফেও কোনো তথ্য নেই। এ অবস্থায় ডিএসইর পক্ষ থেকে আজকের সূচক বাদ দেওয়ার অনুরোধ করা হয়েছে।
ঢাকা/এসএ