‘বিনিয়োগকারীদের দাবি প্রয়োজনে অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরবো’

- আপডেট: ০৪:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ১০৬৫২ বার দেখা হয়েছে
আন্দোলনকারী বিনিয়োগকারীদের দাবি প্রয়োজনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও জোনের ডিসি রুহুল কবির।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রুহুল কবির বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আপনার শান্ত হোন। আপনাদের দাবিগুলো প্রয়োজন হলে অর্থ উদেষ্টার কাছে তুলে ধরা হবে। এছাড়া আপনাদের সাথেও অর্থ উপদেষ্টার আলোচনার চেষ্টা করা হবে।
এর আগে আন্দোলনকারী বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তারা তালা লাগান।
আরও পড়ুন: বিএসইসি’র ফটকে তালা দিলেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা
এর আগে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনের সামনে খন্দকার রাশেদ মাকসুদের পতদ্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে।
এতে বিএসইসি চেয়ারম্যান ভবনের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন। বিনিয়োগকারীদের অবস্থানের কারণে বিএসইসি ভবনের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা সদস্যদের নিয়োগ করা হয়েছে।
বিনিয়োগকারীরা তাদের এক দফা দাবি বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিএসইসি ভবনের দুই গেটে তালা লাগিয়ে দেন।
ঢাকা/এসএইচ