বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে খান ব্রাদার্সের শেয়ার

- আপডেট: ০৩:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১০৪৬৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১২ নভেম্বর) বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১১০টির এবং ১৪৯টির অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাইয়ের শেয়ারদর বেড়েছে ৯.৫৫ শতাংশ। আর ৯.৩২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
আরও পড়ুন: টার্নওভারের শীর্ষে ফু-ওয়াং ফুডস
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্যাসিফিক ডিনিমস, আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, ইউনিয়ন ক্যাপিটাল লিগ্যাসি ফুটওয়্যার, জেনেক্স নেক্সট এবং ইভন্স টেক্সটাইলস লিমিটেড।
ঢাকা/এসএ