০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বিপিএলে টিকিটের মূল্য কমেছে: বিসিবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪২৯ বার দেখা হয়েছে

অর্থকথা ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শেষের পথে। আর মাত্র দুটি ম্যাচ শেষেই এই আসরের শিরোপা নির্ধারিত হয়ে যাবে। তারপর ঘটবে যবনিকাপাত।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত মঙ্গলবারের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিটের মূল্য কমিয়েছে জানিয়েছে বিসিবি। রাত ২টা ১১ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রবিবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ফাইনালে উঠে গেছে তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী মঙ্গলবার কুমিল্লার প্রতিপক্ষ কে হচ্ছে, সেটিও ঠিক হয়ে যাবে। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার বিজীয় দল খেলবে নবম আসরের ফাইনাল।

নতুন তালিকা অনুযায়ী, সর্বনিম্ন ১০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বোচ্চ ১০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৩০০ টাকা। ৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

প্রথম কোয়ালিফায়ার থেকে দাম কমেছে টিকিটের। যদিও প্রথম কোয়ালিফায়ারের সঙ্গে দর্শকরা এলিমেনেটর রাউন্ডের ম্যাচও দেখতে পেরেছিল। আগামী মঙ্গলবার কেবল একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগের ম্যাচে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৩০০ টাকা। সেটি কমে হয়েছে ১০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা কমে হয়েছে ২০০ টাকা। ৫০০ টাকা কমেছে ক্লাব হাউস এবং ১০০০ টাকা কমেছে ভিআইপি স্ট্যান্ড ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম।

আরও পড়ুন: সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সোম ও মঙ্গলবার (ম্যাচের দিন) টিকিট সংগ্রহ করা যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট-সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বিপিএলে টিকিটের মূল্য কমেছে: বিসিবি

আপডেট: ১২:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শেষের পথে। আর মাত্র দুটি ম্যাচ শেষেই এই আসরের শিরোপা নির্ধারিত হয়ে যাবে। তারপর ঘটবে যবনিকাপাত।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত মঙ্গলবারের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিটের মূল্য কমিয়েছে জানিয়েছে বিসিবি। রাত ২টা ১১ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রবিবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ফাইনালে উঠে গেছে তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী মঙ্গলবার কুমিল্লার প্রতিপক্ষ কে হচ্ছে, সেটিও ঠিক হয়ে যাবে। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার বিজীয় দল খেলবে নবম আসরের ফাইনাল।

নতুন তালিকা অনুযায়ী, সর্বনিম্ন ১০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বোচ্চ ১০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৩০০ টাকা। ৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

প্রথম কোয়ালিফায়ার থেকে দাম কমেছে টিকিটের। যদিও প্রথম কোয়ালিফায়ারের সঙ্গে দর্শকরা এলিমেনেটর রাউন্ডের ম্যাচও দেখতে পেরেছিল। আগামী মঙ্গলবার কেবল একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগের ম্যাচে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৩০০ টাকা। সেটি কমে হয়েছে ১০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা কমে হয়েছে ২০০ টাকা। ৫০০ টাকা কমেছে ক্লাব হাউস এবং ১০০০ টাকা কমেছে ভিআইপি স্ট্যান্ড ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম।

আরও পড়ুন: সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সোম ও মঙ্গলবার (ম্যাচের দিন) টিকিট সংগ্রহ করা যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট-সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

ঢাকা/টিএ