০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

বিপিএলে প্লে অফে বাদ পড়া রংপুর খেলবে গ্লোবাল সুপার লিগে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ১০৩১৭ বার দেখা হয়েছে

গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ৫টি দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জিএসএলে শিরোপা জিতলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে অফেই বাদ পড়ে যায় তারা। ফলে জিএসএলের পরের আসরে রংপুরের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন জিএসএল চেয়ারম্যান ক্লাইভ লয়েড।

তিন জানিয়েছেন, আগামী আসরে অংশ নিতে রংপুরকে আমন্ত্রণ জানিয়েছেন তারা। এমনকি রংপুরের জন্য অপেক্ষা করছে এই আসর বলেও মন্তব্য করেছেন তিনি। রংপুরকে সত্যিকারের চ্যাম্পিয়ন ও যোগ্য বিজয়ী মনে করেন ক্লাইভ।

তিনি বলেছেন, ‘আমরা গতবারের চ্যাম্পিয়ন দলকে আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স গত বছর অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে এবং তারা সত্যিকার অর্থেই যোগ্য বিজয়ী। গায়ানায় তাদের ফিরে আসার জন্য আমরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।’

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

আগামী ১০ জুলাই গায়ানায় পর্দা উঠতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জিএসএলের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৮ জুলাই।

আসরের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এমনকি কয়টি দল অংশ নেবে সেটাও নিশ্চিত হয়নি এখনও। ধারণা করা হচ্ছে জিএসএলের এবারের আসরে গতবারের চেয়ে দলের সংখ্যা বাড়তে পারে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিপিএলে প্লে অফে বাদ পড়া রংপুর খেলবে গ্লোবাল সুপার লিগে

আপডেট: ০৬:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ৫টি দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জিএসএলে শিরোপা জিতলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে অফেই বাদ পড়ে যায় তারা। ফলে জিএসএলের পরের আসরে রংপুরের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন জিএসএল চেয়ারম্যান ক্লাইভ লয়েড।

তিন জানিয়েছেন, আগামী আসরে অংশ নিতে রংপুরকে আমন্ত্রণ জানিয়েছেন তারা। এমনকি রংপুরের জন্য অপেক্ষা করছে এই আসর বলেও মন্তব্য করেছেন তিনি। রংপুরকে সত্যিকারের চ্যাম্পিয়ন ও যোগ্য বিজয়ী মনে করেন ক্লাইভ।

তিনি বলেছেন, ‘আমরা গতবারের চ্যাম্পিয়ন দলকে আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স গত বছর অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে এবং তারা সত্যিকার অর্থেই যোগ্য বিজয়ী। গায়ানায় তাদের ফিরে আসার জন্য আমরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।’

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

আগামী ১০ জুলাই গায়ানায় পর্দা উঠতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জিএসএলের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৮ জুলাই।

আসরের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এমনকি কয়টি দল অংশ নেবে সেটাও নিশ্চিত হয়নি এখনও। ধারণা করা হচ্ছে জিএসএলের এবারের আসরে গতবারের চেয়ে দলের সংখ্যা বাড়তে পারে।

ঢাকা/এসএইচ