বুড়িগঙ্গায় নৌকা পারাপার বন্ধ

- আপডেট: ০৫:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১০৩৭৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার ভোর থেকে বুড়িগঙ্গা নদীর নৌকা পারাপার বন্ধ রয়েছে। নৌকা বন্ধ থাকায় মাঝিরা হতাশা প্রকাশ করেছেন। মাঝিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়বঞ্চিত হওয়ায় অনেকে ক্ষুব্ধ।
মোহাম্মদপুরের বসিলা সেতু দক্ষিণ প্রান্ত থেকে খোলামোড়া ঘাট, মান্দাইল মসজিদ ঘাট, জিনজিরা ফেরীঘাট, বাঁশপট্টি ঘাট, আগানগর ব্রীজ ঘাট, কালীগঞ্জ ঘাট, তেল ঘাট, কোন্ডা ঘাটসহ ১০ থেকে ১৫টি ঘাটের নৌকা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
সদরঘাটের পোশাক ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘আমরা তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেতে পারছি না।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নৌকার মাঝি দেলোয়ার হোসেন বলেন, ‘কেরাণীগঞ্জের নেতাদের নির্দেশনায় শত শত নৌকা বন্ধ রয়েছে। আমার একদিনে যে আয় হতো তা এখন কে দেবে। আমরা শুধু বলির পাঠা হচ্ছি। আমাদের দেখার কেউ নেই।’
আরও পড়ুন: কেন্দ্রীয় কার্যালয়ে সতর্ক অবস্থানে আ.লীগ
নদী পার হতে আসা কাপড় ব্যবসায়ী হাসানুজ্জামান বলেন, ‘আমার দোকান এই পাড়ে, ব্যবসায়ের কাজে ওই পাড়ে যাওয়ার দরকার ছিল। ঘাটে এসি দেখি নৌকা নেই। এখন বাবুবাজার যেয়ে পার হতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ‘আমাদের পক্ষ থেকে খেয়া চলাচলের বিষয়ে কোনও নিষেধ করা হয়নি। মাঝিরা কেনও পারাপার বন্ধ করেছে জানি না।’
ঢাকা/এসএ