বৃষ্টির দিনে একা একা অনুশীলনে সোহান

- আপডেট: ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩০১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ লাগাতার বৃষ্টির মধ্যেই মিরপুর শেরে বাংলার মাঠে অনুশীলনে নেমে পড়লেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
আজ বুধবার সকাল থেকেই শুরু হওয়া চলছে মুষলধারে বৃষ্টি। থামার কোনো চিহ্নই নেই! এমন এক দিনে ক্রিকেটারদের ঘরে থাকার কথা থাকলেও সকাল দশটায় হোম অব ক্রিকেটে রানিং করতে দেখা যায় সোহানকে। দীর্ঘ ৪৫ মিনিটের এক অনুশীলন সেশন করেন এই ব্যাটার। নিজেকে আরো ভালো ভাবে প্রস্তুত করতেই যে এমন অনুশীলন সোহানের, তা বলাই বাহুল্য!
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন সোহান। আজ দুপুর নাগাদ বাংলাদেশের দল ঘোষণা হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। চোট থেকে ফেরা সোহানের এই দলে ফেরা অনেকটাই নিশ্চিত। কেননা নিজের সর্বশেষ খেলা টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছিলেন অর্ধশত রানের ইনিংস।
গেল কয়েকদিন আগে ইনজুরি থেকে ফিরে মিরপুরে ব্যাট হাতে প্রথমবারের মত অনুশীলন করতে দেখা যায় সোহানকে। সেদিনই বোঝা গিয়েছিল সুস্থ হয়ে উঠেছেন এই ব্যাটার। ধারণা করা হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপারের দায়িত্ব তিনিই সামলাবেন।
এরআগে জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আঙুলের চোটে পড়ে দেশে ফিরে আসতে হয়েছিল সোহানকে। সে সিরিজে অবশ্য প্রথমবারের মত এই উইকেটকিপার ব্যাটার ছিলেন অধিনায়কের দায়িত্বে।
আরও পড়ুনঃটিভিতে আজ দেখবেন যে সব খেলা
ঢাকা/এসএম