বেশিরভাগ শেয়ারের দর কমলেও এসএমইর সূচক ঊর্ধ্বমুখী

- আপডেট: ০৩:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১০৩৮৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (৩০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে বেশিরভাগ শেয়ারের দর কমলেও এসএমইর সূচক ঊর্ধ্বমুখী। গত দুই কার্যদিবস যথাক্রমে ডিএসএমইএক্স সূচক ১০৫ ও ৪ পয়েন্ট কমেছিল। কিন্তু আজ ধারাবাহিকতার ব্যত্যয় হয়। আজ সূচক বাড়ে ৪০ পয়েন্ট বা ২.১০ শতাংশ। এদিন সূচকের সাথে লেনদেনও বেড়েছে সামান্য পরিমানে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ২২ কোটি ৮৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫ কোটি ৬ লাখ ৫৪ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ১৭ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৪০ পয়েন্ট বা ২.১০ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৬ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর বাকি ৭টি কোম্পানিরেই শেয়ার দর কমেছে।