বেশি বেশি চলচ্চিত্র বানাতে হবে: নাহিদ ইসলাম

- আপডেট: ০৫:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ১০৩৯০ বার দেখা হয়েছে
ঘুনে খাওয়া দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আসার কথা শোনালেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সিনেমা নির্মাণের সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি। আইসিটির পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নেওয়ার পর রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ সময় তিনি সেন্সরবোর্ডের পাশাপাশি আরও যে জুরি বোর্ড (জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সরকারি অনুদান) সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত বলে মন্তব্য করেন। চলচ্চিত্র নিয়ে আরও বেশি কাজ করার বিষয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘সেন্সরবোর্ডের পাশাপাশি আরও যে জুরি বোর্ড (জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সরকারি অনুদান) সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত। সার্বিকভাবে, আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেক আকাঙ্ক্ষা। তরুণ নির্মাতাদের আকাঙ্ক্ষা পূরণে বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে।’
আরও পড়ুন: ফেরদৌসকে বাড়িতে আশ্রয় দিয়েছেন কি না জানালেন ঋতুপর্ণা
এসময় সেন্সরে আটকে থাকা সিনেমা নিয়েও অবগত রয়েছেন তিনি। এমনটা জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, যেসব চলচ্চিত্র আটকে আছে, সেগুলো পুনরায় বিবেচনা করা উচিত এবং নীতিমালা ভঙ্গ না হলে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দেয়া উচিত। সেন্সর বোর্ড না থাকার একটি দাবি উঠেছে সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতার মাধ্যমে সিদ্ধান্ত নেব। এক্ষেত্রে কোনো ধরনের স্বজন-প্রীতি কিংবা ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনায় না নেওয়া হয়। যদি গণতন্ত্র চাই তাহলে আমাদের গণমাধ্যমের বাক-স্বাধীনতা নিশ্চিত করতে হবে ।
এসময় বিটিভিসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোকে দ্রুততার সঙ্গে গতিশীল ও আধুনিক করা দরকার বলেও মনে করেন এই উপদেষ্টে।
ঢাকা/এসএইচ