ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

- আপডেট: ১২:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। জেলা প্রশাসনের আয়োজনে ১৯৭১ সালের আজকের এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করছেন সর্বস্তরের মানুষ।
হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহরের কাউতলী বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহগীর আলম। পরে জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বীর মুক্তিযোদ্ধারা, জেলা পুলিশ সদস্যরা, পৌর মেয়র, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, মহিলা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আরও পড়ুন: খাদ্য বিভাগের সঙ্গে চাল সরবরাহ চুক্তিতে অনীহা মিলারদের
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক জানান, সর্বজনীনভাবে এবারই প্রথম দিবসটি পালনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা/এসএ