১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ব্রিকস জোটের ব্যাংকে অংশ নিতে চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / ১০৩৭৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে অংশ নিতে এ সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, ২০১৪ সালে ব্রিকস শীর্ষ সম্মেলনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে নতুন ব্যাংক করার ঘোষণা দেওয়া হয়েছিল। এই ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাণিজ্য এবং উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো বা টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা।

মো. মাহবুব হোসেন বলেন, আটটি দেশের সঙ্গে বাংলাদেশ এই ব্যাংকে অংশগ্রহণ করে। অংশগ্রহণের সেই চুক্তি রেটিফাই (অনুসমর্থন) করার প্রয়োজন ছিল, আজ মন্ত্রিসভা ওই চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

এই চুক্তি অনুমোদন হওয়ায় সুবিধা কী পাওয়া যাবে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কয়েকটি প্রজেক্ট আছে, ছয়শ কোটি টাকার বেশি প্রজেক্ট পাইপলাইনে আছে। অনুসমর্থন হয়ে গেলে ওই প্রকল্পগুলো পাওয়া সহজ হয়ে যাবে।

আমরা চাঁদা দিই কিন্তু তার চেয়ে কয়েকগুণ বেশি অর্থায়ন পাচ্ছি– বলেন তিনি।

বিশ্ব ব্যাংক, এডিবির মতো দাতা সংস্থা যারা আছে তারা ফসিল ফুয়েলের ওপর প্রকল্পে অর্থায়ন করতে চায় না উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই ব্যাংকে সে বিষয়ে বিধিনিষেধ নেই। তারা এখানে অর্থায়ন করছে। অর্থায়নের জন্য আমাদের প্রকল্প বাছাই করছে।

মো. মাহবুব হোসেন জানান, ব্রিকসের আওতায় এই ব্যাংক তৈরি করা হয়েছে। আমরা এই ব্যাংকের সদস্যপদ ও শেয়ার নিয়েছি। এখন তাদের সঙ্গে সম্পর্কটা আরও নিবিড় করতে চাই।

জ্বালানি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প পাইপলাইনে আছে। ওই দুটি প্রকল্পে এই ব্যাংকের মাধ্যমে অর্থায়ন করা হবে বলেও জানান তিনি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ব্রিকস জোটের ব্যাংকে অংশ নিতে চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন

আপডেট: ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে অংশ নিতে এ সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, ২০১৪ সালে ব্রিকস শীর্ষ সম্মেলনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে নতুন ব্যাংক করার ঘোষণা দেওয়া হয়েছিল। এই ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাণিজ্য এবং উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো বা টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা।

মো. মাহবুব হোসেন বলেন, আটটি দেশের সঙ্গে বাংলাদেশ এই ব্যাংকে অংশগ্রহণ করে। অংশগ্রহণের সেই চুক্তি রেটিফাই (অনুসমর্থন) করার প্রয়োজন ছিল, আজ মন্ত্রিসভা ওই চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

এই চুক্তি অনুমোদন হওয়ায় সুবিধা কী পাওয়া যাবে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কয়েকটি প্রজেক্ট আছে, ছয়শ কোটি টাকার বেশি প্রজেক্ট পাইপলাইনে আছে। অনুসমর্থন হয়ে গেলে ওই প্রকল্পগুলো পাওয়া সহজ হয়ে যাবে।

আমরা চাঁদা দিই কিন্তু তার চেয়ে কয়েকগুণ বেশি অর্থায়ন পাচ্ছি– বলেন তিনি।

বিশ্ব ব্যাংক, এডিবির মতো দাতা সংস্থা যারা আছে তারা ফসিল ফুয়েলের ওপর প্রকল্পে অর্থায়ন করতে চায় না উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই ব্যাংকে সে বিষয়ে বিধিনিষেধ নেই। তারা এখানে অর্থায়ন করছে। অর্থায়নের জন্য আমাদের প্রকল্প বাছাই করছে।

মো. মাহবুব হোসেন জানান, ব্রিকসের আওতায় এই ব্যাংক তৈরি করা হয়েছে। আমরা এই ব্যাংকের সদস্যপদ ও শেয়ার নিয়েছি। এখন তাদের সঙ্গে সম্পর্কটা আরও নিবিড় করতে চাই।

জ্বালানি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প পাইপলাইনে আছে। ওই দুটি প্রকল্পে এই ব্যাংকের মাধ্যমে অর্থায়ন করা হবে বলেও জানান তিনি।

ঢাকা/টিএ