ব্লকে আইপিডিসি ফাইন্যান্সের বড় চমক

- আপডেট: ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১০৩২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫১ কোটি ৩৬ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ব্লকে ১১ কোটির বেশি লেনদেন করে চমক দেখিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ব্লক মার্কেটের ৩ কোম্পানির বড় কোম্পানির লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার টাকার।
ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির লেনেদেন হয়েছে ১১ কোটি ৬২ লাখ ৯৩ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির লেনেদেন হয়েছে ৮ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে উত্তরা ব্যাংকের। কোম্পানিটির লেনেদেন হয়েছে ৬ কোটি ২ লাখ ৬০ হাজার টাকার।
এছাড়া, স্কয়ার ফার্মার ৪ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৪ কোটি ৯ লাখ ৫২ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকার, এপিএসসিএল বন্ডের ২ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৬ লাখ ৪৮ হাজার টাকার, আইবিপির ১ কোটি ৯৯ লাখ ৭৪ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৯০ লাখ ১৫ হাজার টাকার, রিপাবলিকের ৮৫ লাখ ৬৮ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৭৫ লাখ ৫০ হাজার টাকার, কাটালি টেক্সটাইলের ৭১ লাখ ৪৬ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৭০ লাখ ৫৯ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬৫ লাখ ২ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ৪৪ লাখ ৩৩ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৮ লাখ ২৮ হাজার টাকার, রবি আজিয়াটার ২০ লাখ ৮৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৮ লাখ ৫৮ হাজার টাকার, ইফাদ অটোর ১৫ লাখ ৬০ হাজার টাকার, ব্রিটিশ-আমেরিকান টোবাকোর ১১ লাখ ৮৬ হাজার টাকার, প্রগতি ইন্সুরেন্সের ১১ লাখ ৫৮ হাজার টাকার, বিচ হ্যাচারির ৯ লাখ ৫৩ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৬ লাখ ৯৫ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিক্যান্টের ৫ লাখ ৯১ হাজার টাকার, জে এম আই হসপিটালের ৫ লাখ টাকার, লাভেলো আইসক্রিমের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ