ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

- আপডেট: ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৪০৮ বার দেখা হয়েছে
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে চার কোম্পানির ১৭ কোটি টাকার বড় লেনদেন করেছে। এদিন ব্লকে ৫৩টি কোম্পানির মোট ৪১ কোটি ৫১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার ব্লক মার্কেটে ৪ কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই ৪ কোম্পানির লেনদেন হয়েছে ১৭ কোটি ৩১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪১ শতাংশ।
আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী-পার্ল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার টাকার।
আরও পড়ুন: অধিকাংশ কোম্পানির দর পতনে লেনদেন তিন’শ কোটির নিচে
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৩১ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকার।
চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকার।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ২ কোটি ৮৪ লাখ ১৮ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ২ কোটি ৭০ লাখ ৮ হাজার, সালভো কেমিক্যালের ২ কোটি ২ লাখ ১০ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ১ লাখ ৩০ হাজার, রেনেটা লিমিটেডের ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার এবং এডিএন টেলিকমের ১ কোটি ২৯ হাজার ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ