ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন

- আপডেট: ০৪:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৫৩৫ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩১ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রতিষ্ঠানগুলো হলো- স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি কোম্পানি, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৭ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা। এদিন কোম্পানিটির ৬ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
দ্বিতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৪ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ৩ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ২ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ২ কোটি ৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এসএইচ