ব্লকে পদ্মা লাইফ ইন্সুরেন্সের চমক

- আপডেট: ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১০৩৫৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ জুলাই) ব্লক মার্কেটে ৩০ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৫ কোটি ৫৩ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পদ্মা লাইফ ইন্সুরেন্স ব্লকে ১৩ কোটির বেশি লেনদেন করে চমক দেখিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে পদ্মা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১১ কোটি ৪৪ লাখ ৬ টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রাইম ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৯ কোটি ৩৯ হাজার টাকার।
চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৬ কোটি ২৪ হাজার টাকার।
এছাড়া, আইপিডিসি ফাইনান্স এর ৩ কোটি ২০ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ২ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার টাকার, সি এন্ড এ টেক্সটাইলের ২ কোটি ৩৮ লাখ ২৬ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৩০ লাখ ২৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৬৫ লাখ ৫৭ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৫৬ লাখ ৫০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৪২ লাখ ৩০ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৩১ লাখ ৪৪ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৩০ লাখ ২৫ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ২৯ লাখ ৩২ হাজার টাকার, ইয়াকিন পলিমারে ২৪ লাখ ৫৭ হাজার টাকার, তিতাস গ্যাসের ২৩ লাখ ১২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৮ লাখ ৯০ হাজার টাকার, ১৩ লাখ ৭৫ হাজার টাকার, গ্রামীণ টু মিউচুয়াল ফান্ডের ১০ লাখ ৫৬ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৯ লাখ ৬১ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ৮ লাখ ৫৫ হাজার টাকার, রংপুর ফাউন্ড্রির ৮ লাখ ৩৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ লাখ ৫২ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৬ লাখ ১৬ হাজার টাকার, মেঘনা ইন্সুরেন্সের ৬ লাখ ২ হাজার টাকার, গোল্ডেনসনের ৬ লাখ ১ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৯০ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৭৪ হাজার টাকার, সিমটেক্সের ৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ