ব্লকে লেনদেনের শীর্ষে প্রভাতী ইন্সুরেন্স

- আপডেট: ০৪:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১০৩৫৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ মে) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৮ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে প্রভাতী ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ লাখ ১৮ হাজার। যার গড় দর ছিল ১০০ টাকা ৮৩ পয়সা।
উল্লেখ্য, আজ পাবলিক মার্কেটে কোম্পানিটির ১৮ লাখ ৮ হাজার ৭০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৭ কোটি ০৩ লাখ ৬১ হাজার টাকা। যার গড় দর ছিল ৯৪ টাকা ১৯ পয়সা। দিনের সর্বনিম্ন দর ছিল ৯১ টাকা ৯০ পয়সা এবং সর্বোচ্চ দর ছিল ৯৭ টাকা ৮০ পয়সা। আর ক্লোজিং দর ছিল ৯৪ টাকা ২০ পয়সা।
এছাড়া, সালভো কেমিক্যালের ২ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ২ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২ কোটি ২৬ লাখ ৯৫ হাজার টাকার, সোনালী পেপারের ২ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকার, ম্যারিকোর ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার, স্কয়ার টেক্সটাইলের ১ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ১০ লাখ ৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭৭ লাখ টাকার, অগ্নি সিস্টেমসের ৭৬ লাখ ৩৬ হাজার টাকার, পেনিনসুলা হোটেলের ৫৭ লাখ ০৫ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৪৯ লাখ ৮৯ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৪৫ লাখ ১০ হাজার টাকার, সী পার্লের ৩৮ লাখ ৮৫ হাজার টাকার, জেএমাই হসপিটালের ২৬ লাখ ২৮ হাজার টাকার, ভিএফএস থ্রেডের ২৫ লাখ ৪৯ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৪ লাখ ৬০ হাজার টাকার, এডিএন টেলিকমের ২৩ লাখ ৮৭ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৩ লাখ ৪০ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ১৯ লাখ ১৪ হাজার টাকার, জাহিন স্পিনিংয়ের ১৬ লাখ ৮৯ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ১৫ লাখ ৪৮ হাজার টাকার, ন্যাশনাল টি কোম্পানির ১৪ লাখ ৩১ হাজার টাকার, সিলকো ফার্মার ১৪ লাখ ০৫ হাজার টাকার, ইউনিক হোটেলের ১২ লাখ ৪৪ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১২ লাখ ২৬ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১১ লাখ ৬২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১০ লাখ ৪৯ হাজার টাকার, আরডি ফুডের ৮ লাখ ৪০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৬ লাখ ৯৬ হাজার টাকার, কাসেম ইন্ডাস্ট্রিজের ৬ লাখ ৬ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৫ লাখ ৯৬ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৫ লাখ ৩৫ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৫ লাখ ৩৩ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৫ লাখ ৫ হাজার টাকার, কপারটেকের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ