ব্লকে লেনদেনের ৭৪ শতাংশই ইসলামী ব্যাংকের

- আপডেট: ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১০৩৭০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের বিশাল লেনদেন করেছে। আজ ডিএসইতে ব্লকে ৭৬ টি কোম্পানির মোট ১৪৬ কোটি ৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার ব্লক মার্কেটে সব চেয়ে বেশি লেনদেন করেছে ইসলামী ব্যাংক। আজ প্রতিষ্ঠানটির ১০৮ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার টাকার বিশাল লেনদেন হয়েছে। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৪ শতাংশ।
আরও পড়ুন: গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার, এমারেল্ড অয়েলের ৪ কোটি ৪ লাখ ৪১ হাজার, সি পার্ল হোটেলের ২ কোটি ৭১ লাখ ২৬ হাজার, লাফার্জ হোলসিমের ২ কোটি ১০ হাজার, ফাইন ফুডসের ১ লাখ ৮৬ লাখ ৬৩ হাজার, ন্যাশনাল পলিমারের ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৫৬ লাখ ৩ হাজার, বেক্সিমকোর ১ লাখ ১৭ লাখ ১৫ হাজার এবং সেনাকল্যান ইন্সুরেন্সের ১ কোটি ৫ লাখ ২০ হাজার ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ