ব্লকে সোনালী পেপারের বড় চমক

- আপডেট: ০৪:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১০৩০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৫ কোটি ৮০ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ দুই কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই দুই কোম্পানির লেনদেনের পরিমাণ ১৩ কোটি ১৩ লাখ ২৪ হাজার টাকা।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৯৩ লাখ ২৪ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোস্যাল ইসলামি ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ২০ লাখ টাকার।
এছাড়া, ওরিয়ন ফার্মার ৪৯ লাখ ১৩ হাজার টাকার, নাহী অ্যালুমিনিয়ামের ৩৫ লাখ ৪৫ হাজার টাকার, কর্ণফুলীর ২৯ লাখ ৭০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২৫ লাখ ২৯ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২২ লাখ ৯৪ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১৫ লাখ ৮০ হাজার টাকার, সি-পার্লের ১৫ লাখ ৩৬ হাজার টাকার, পদ্মা লাইফের ১৪ লাখ ৫৫ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১৪ লাখ ৫০ হাজার টাকার, এইচআর টেক্সের ১০ লাখ ৬৭ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৮ লাখ ১০ হাজার টাকার, বিডি ওয়েল্ডিংয়ের ৭ লাখ ৭৫ হাজার টাকার, কপার টেকের ৬ লাখ ৯ হাজার টাকার, আমরা টেকের ৫ লাখ ৯৭ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ