ব্লকে সোনালী পেপারের বড় চমক

- আপডেট: ০৫:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ১০৩২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (০৬ জুলাই) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ২৪ হাজার ১৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৩১ লাখ টাকা। ব্লক মার্কেটে সোনালী পেপার ৮ কোটির বেশি টাকার লেনদেন করে বড় চমক দেখিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ব্লক মার্কেটে লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটি আজ ৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল। কোম্পানিটি আজ ৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটি আজ ২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, বিডিথাই অ্যালুমিনিয়াম, বীচ হ্যাচারি, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, যমুনা ব্যাংক, খুলনা পাওয়ার,কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, নাহি অ্যালুনিয়াম, নিউ লাইন ক্লোথিংস, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, রবি, স্যালভো কেমিক্যাল, শাইনপুকুর সিরামিক, স্কয়ার ফার্মা, ইউনিয়ন ব্যাংক ও জাহিন স্পিনিং লিমিটেড।
ঢাকা/টিএ