ব্লক মার্কেটে সাড়ে ১৪ কোটি টাকার লেনদেন

- আপডেট: ০৪:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১০৪৫২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১২ নভেম্বর) ব্লক মার্কেটে ৬৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৪ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে রয়েছে এমারেল্ড অয়েল। আজ কোম্পানিটির মোট ২ কোটি ৯৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ২০ শতাংশ।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে এডিএন টেলিকমের শেয়ার
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি অ্যান্ড এ টেক্সটাইলের ৯৭ লাখ ৯৪ হাজার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯৭ লাখ ৫৭ হাজার এবং আইএফআইসি ব্যাংকের ৯২ লাখ ২৫ হাজার, দেশবন্ধু পলিমারের ৫৫ লাখ ৬ হাজার, এ্যাপেক্স ফুটওয়্যারের ৪৬ লাখ ৭৭ হাজার, এসিআই ফর্মুলেশনসের ৪০ লাখ ৫ হাজার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৯০ হাজার, ড্রাগণ সুয়েটারের ৩৪ লাখ ২০ হাজার এবং এইচআর টেক্সটাইলের ৩৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এসএ